Thursday, January 23, 2025
Homeধর্মকুমিল্লায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুল মান্নান

কুমিল্লায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুল মান্নান

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গোৎসব। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কোতয়ালী মডেল থানা ও বরুড়া থানার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন কুমিল্লা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আব্দুল মান্নান বিপিএম(বার)।

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা ৬ আসনের মাননীয় সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি এবং আরো উপস্থিত ছিলেন কুমিল্লা-০৮ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নাছিমুল আলম চৌধুরী এমপি।

কুমিল্লা জেলার পুলিশ সুপার আব্দুল মান্নান পরিদর্শনকালে তার পক্ষ থেকে প্রতিটি মন্দিরে শারদীয় শুভেচ্ছা প্রদান করেন।

পুলিশ সুপার মহোদয় বলেন, বঙ্গবন্ধুর স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক দেশে কোন সাম্প্রদায়িক বৈষম্য থাকবে না। এখানে সকল ধর্মের মানুষ নিরাপদে বসবাস করবে, মিলে মিশে উৎসব পালন করবে। কোন অপশক্তির ঠাই বাংলার মাটিতে হবেনা। তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এর ধারাবাহিকতায় আগামীতে স্মার্ট বাংলাদেশ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।

কুমিল্লায় পূজা মন্ডপ পরিদর্শন কালে বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব খন্দকার আশফাকুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মতিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ কামরান হোসেন, সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) জনাব এ.কে.এম এমরানুল হক মারুফ, অফিসার ইনচার্জ কোতয়ালী মডেল থানা জনাব আহাম্মদ সনজুর মোরশেদ, অফিসার ইনচার্জ সদর দক্ষিণ মডেল থানা, অফিসার ইনচার্জ বরুড়া থানা জনাব মোঃ ফিরোজ হোসেন ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ’ স্থানীয় জনপ্রতিনিধি, সংবাদকর্মী সহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ ।

কুমিল্লায় পূজা মন্ডপ পরিদর্শন কালে পুলিশ সুপার আব্দুল মান্নান

RELATED ARTICLES

Most Popular