Sunday, December 22, 2024
Homeআন্তর্জাতিকসুইজারল্যান্ডে বোরকা নিষেধাজ্ঞা : মুসলিমদের ক্ষোভ

সুইজারল্যান্ডে বোরকা নিষেধাজ্ঞা : মুসলিমদের ক্ষোভ

বিশ্ব : এবার সুইজারল্যান্ডেও বোরকা নিষিদ্ধ করা হয়েছে। সমস্ত মুখঢাকা পোশাকও রয়েছে এই তালিকায়। এরূপ পোশাক পরলে দিতে হবে জরিমানা। তবে এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছে মুসলিম সংগঠনগুলো।

বুধবার বোরকাসহ সমস্ত মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা জারি করে একটি বিল পাস করেছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট। আগেই সংসদের উচ্চকক্ষে সবুজ সংকেত পেয়েছিল বিতর্কিত বিলটি। ফলে এদিন তা আইনে পরিণত হয়।

নতুন এই আইন মোতাবেক- এখন থেকে বোরকাসহ সমস্ত মুখঢাকা পোশাক আইনত নিষিদ্ধ। এর ব্যতিক্রম করলে দোষীদের ১ হাজার সুইস ফ্রাঙ্ক বা প্রায় ১ হাজার ১০০ মার্কিন ডলারের জরিমানা করার বিধান রাখা হয়েছে।

বিতর্কিত এই বিলটি নিয়ে সংশয় ও আপত্তি রয়েছে মধ্যপন্থী ও বাম দলগুলোর। তবে সুইজারল্যান্ডের দক্ষিণপন্থী দল ‘সুইস পিপলস পার্টি’র দাপটে বিলটি অনায়াসেই পাস হয়ে যায়। সূত্র : সংবাদ প্রতিদিন

RELATED ARTICLES

Most Popular