শুরুতেই হোঁচট এনসিপির— যুগান্তর পত্রিকার প্রধান শিরোনাম। এখানে বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ব্যাপক জনপ্রত্যাশা সৃষ্টি করে সম্প্রতি আত্মপ্রকাশ করলেও দল গঠনের প্রথম দিন থেকে বিতর্ক যেন পিছু ছাড়ছে না এর।
সঙ্গে নানামুখী অভিযোগের চাপও ঘিরে ধরেছে তারুণ্যনির্ভর এ দলটিকে।
এনসিপিকে নিয়ে জনমনে নানা প্রশ্নের জন্ম নেওয়ার পেছনে সুনির্দিষ্ট কিছু কারণ চিহ্নিত করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
যার মাঝে অন্যতম হলো— বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে রাজনৈতিক দল গঠন করা, গণ-অভ্যুত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রাখা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহযোদ্ধাদের অবমূল্যায়ন, শহীদ পরিবারসহ আহতদের পাশে সক্রিয়ভাবে না থাকা এবং দল গঠনের সময় শুধু একটি কোরগ্রুপকে প্রাধান্য দেওয়া।
এছাড়া, দল পরিচালনার তহবিল গঠন প্রশ্নে জনপ্রত্যাশা অনুযায়ী সব প্রশ্নের উত্তর স্পষ্ট না করা, সেনাবাহিনীর সঙ্গে ইনহাউস বৈঠকের তথ্য প্রকাশ্যে আনা এবং সর্বোপরি দলের শীর্ষ পর্যায় থেকে একে অপরের বিরুদ্ধে মন্তব্য করার ঘটনাও এই তালিকায় রয়েছে।
বিশ্লেষকদের অনেকে মনে করেন, এভাবে এনসিপিকে যদি একের পর এক বিতর্ক ঘিরে ধরে এবং দেশবাসীকে আরও আশাহত হতে হয় তাহলে নতুন এ দলটির পথচলা কঠিন থেকে কঠিনতর হয়ে উঠতে পারে।
আর, যেহেতু এ দলের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা জড়িত, সেহেতু এ দলের যে কোনো নেতিবাচক দিক বর্তমান প্রেক্ষাপটে নানান সংকট তৈরি করবে।
ক্যাপশান, যুগান্তর
সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা হচ্ছে: বিএনপি— সংবাদ পত্রিকার প্রধান শিরোনাম। এখানে বলা হয়েছে, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির শীর্ষ নেতারা।
সেনাবাহিনীকে বিতর্কিত করতে জনগণের মুখোমুখি করিয়ে দেয়ার হীন চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ তাদের। এ অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন তারা।
গতকাল ঢাকার ইস্কাটনের লেডিস ক্লাবে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তারা। দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও সংবাদকর্মীদের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করে বিএনপির মিডিয়া সেল। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়ার চেষ্টা হচ্ছে এমন অভিযোগ করে তিনি বলেন, “কয়েক দিন আগেও আমরা দেখেছি, সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, ঠিক একইভাবে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা হচ্ছে। এর পেছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে।”
