Sunday, December 22, 2024
Homeজাতীয়আগস্ট মাসেও খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান

আগস্ট মাসেও খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানসমুহের চলমান ছুটি আগামী ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) শিক্ষামন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে করোনা পরিস্থিতি আরো অবনতি হওয়ায় এবং কঠোর লকডাউন কার্যকর থাকায়, শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্হ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় এবং কোভিড ১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সাথে পরামর্শক্রমে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং এবতেদায়ি ও কওমি মাদ্রাসাসমূহের চলমান ছুটি আগামী ৩১ শে আগস্ট ২০২১ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, করোনা পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। এমন পরিস্থিতিতে সহসা খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান। অনলাইন কেন্দ্রিক কার্যক্রম চালিয়ে যাওয়া উপায় নেই।

গত বছরের ৮ মার্চ। ভাইরাসের বিস্তার রোধে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। দফায় দফায় তা বাড়ানো হয়।

RELATED ARTICLES

Most Popular