Friday, December 27, 2024
Homeজাতীয়হেলেনার সঙ্গে টাকা নয়, হৃদয়ের লেনদেন : সেফুদা

হেলেনার সঙ্গে টাকা নয়, হৃদয়ের লেনদেন : সেফুদা

নবদূত রিপোর্ট:

সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল আলোচিত সেফাত উল্লাহ সেফুদা বলেছেন, হেলেনা জাহাঙ্গীরের সঙ্গে আমার টাকা নয়, হৃদয়ের লেনদেন।

শনিবার (৩১ জুলাই) দুপুরে এক ফেসবুক লাইভে এসে তিনি এ কথা বলেন।

সেফুদা বলেন, র‍্যাব বলেছে আমি নাকি হেলেনা জাহাঙ্গীরের কাছ থেকে টাকা-পয়সা নিই কিংবা সে নাকি আমাকে টাকা-পয়সা দেয়। এরকম কী কী জানি বলেছে। তার সাথে আমার টাকা-পয়সার লেনদেন নেই। সম্পদের লেনদেন নেই। হৃদয়ের লেনদেন আছে।

তিনি বলেন, হেলেনা জাহাঙ্গীর লাস্ট কালকেও আমাকে বলেছে, দাদা আই লাভ ইউ। আমি বলেছি লাভ ইউ টু। কারণ লাভ ইজ পাওয়ার। আপনারা জানেন ভালোবাসা আমার আদর্শ। আমি সবাইকে ভালোবাসি।

এসময় লাভ ইজ পাওয়ার লেখা সম্বলিত এবং তার ছবি সংযুক্ত টি-শার্ট দেখিয়ে বলেন, ‘হাজার হাজার লোক এই টি-শার্ট কিনছে।’

তিনি বলেন, আই লাভ হেলেনা জাহাঙ্গীর। হোয়াই নট, হোয়াই আই সুড নট লাভ হেলেনা জাহাঙ্গীর?’ এরপর অবশ্য তিনি বলেন, ‘হু ইজ হেলেনা জাহাঙ্গীর? আই ডোন্ট নো, আই ডোন্ট নিড টু নো।

সেফুদা বলেন, হেলেনা জাহাঙ্গীরকে গ্রেফতারের সময় চেহারায় কোনো অনুতাপ ছিল না থাকবে কেন? তিনি কঠোর পরিশ্রমী একজন উদ্যোক্তা। নিজের পরিশ্রমের ফসল আজ তার কোটি কোটি টাকা, অনেকগুলো শিল্প, অনেক বাড়ি-গাড়ির মালিক। তিনি সমাজের ওপর স্তরের মানুষ। টাকা-পয়সা না থাকলে তার কোনো দাম নেই।

RELATED ARTICLES

Most Popular