Monday, December 23, 2024
Homeজাতীয়লকডাউন লঙ্ঘন করায় রাজধানীতে গ্রেফতার ৩০৩

লকডাউন লঙ্ঘন করায় রাজধানীতে গ্রেফতার ৩০৩

নবদূত রিপোর্ট:

করোনার সংক্রমণ রোধে সরকারের জারি করা কঠোর লকডাউন লঙ্ঘন করায় আজ রাজধানীতে ৩০৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (১ আগস্ট) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। এ সময়ে ১০৩ জনকে জরিমানা করা হয়েছে এক লাখ ১৬ হাজার ১০০ টাকা।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে জানানো হয়, বিধিনিষেধ অমান্য করায় রাজধানীতে ৩০৩ জনকে গ্রেফতার, ১০৩ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে এক লাখ ১৬ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ট্রাফিক বিভাগ ১৮৩টি গাড়িকে ৪ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।

এর আগে শনিবার (৩১ জুলাই) করোনার বিধিনিষেধ অমান্য করায় রাজধানীতে ৪৮১ জনকে গ্রেফতার, ২০২ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ লাখ ৬ হাজার ৭১০ টাকা জরিমানা এবং ৪৪০টি গাড়িকে ডিএমপি’র ট্রাফিক বিভাগ ১০ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করে।

RELATED ARTICLES

Most Popular