Friday, December 27, 2024
Homeখেলাএবার 'অঘটন' না বলে টাইগারদের প্রশংসায় ভাসালো ভারতীয় মিডিয়া

এবার ‘অঘটন’ না বলে টাইগারদের প্রশংসায় ভাসালো ভারতীয় মিডিয়া

স্পোর্টস রিপোর্টার:

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ দাপট দেখিয়ে জিতলেও ভারতীয় গণমাধ্যমে শিরোনাম হয়েছে বাংলাদেশের অঘটন, ঠিক দ্বিতীয়ও ম্যাচেও তাদের শিরোনাম আবারো অঘটন।

পুরো সিরিজে খাবি খাওয়া অস্ট্রেলিয়া শেষ ম্যাচেও লজ্জাজনক রেকর্ড গড়ে টাইগারদের কাছে হারে। ৬০ রানের বড় জয়ে টাইগাররা বুঝিয়ে দিয়েছে নিজেদের সামর্থ্য। তবে এবার আর অঘটন বলেনি ভারতীয় সংবাদ মাধ্যম।এদিন তারা শিরোনাম করেছে- ‘বাংলাদেশ ক্রিকেট নতুন মহিমায়, অস্ট্রেলিয়াকে শেষ করে দিল ৬২ রানে, সাকিবের চার উইকেট’। প্রথম দুই ম্যাচে বাংলাদেশ দলের জয়কে ‘অঘটন’ বলে আখ্যা দিয়েছিলো সংবাদমাধ্যমটি। যদিও পুরো সিরিজ জুড়েই আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ।

টি-২০তে অজিদের বিপক্ষে এর আগে কোনো দলই এমন ভেলকি দেখাতে পারেনি। বাংলাদেশের বিপক্ষে ৬২ রানের স্কোরটিই সীমিত ফরম্যাটে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন স্কোর। এর আগে ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৭৯ রানে থেমেছিলো তাঁরা।

সিরিজে অজিরা একমাত্র জয়টি পায় চতুর্থ ম্যাচে। ঘাম ঝরানো ওই জয় না পেলে লজ্জার শেষ থাকতো না! এতকিছুর পর টাইগারদের সাফল্যের স্বীকৃতি না দিয়ে উপায় কী? দেশি-বিদেশি সংবাদমাধ্যমে সেই স্বীকৃতি আদায় করে নিয়েছেন সাকিব-মাহমুদুল্লাহ-মোস্তাফিজরা।

RELATED ARTICLES

Most Popular