Thursday, December 26, 2024
Homeআন্তর্জাতিকমির্জা আব্বাসের বিরুদ্ধে অনুসন্ধানে নামবে দুদক

মির্জা আব্বাসের বিরুদ্ধে অনুসন্ধানে নামবে দুদক

নবদূত রিপোর্ট:

দুইশো কোটি টাকার সরকারি সম্পত্তি ও গুলশান বনানীর ৫০ থেকে ৬০ কাঠা জমি আত্মসাতের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২২ আগস্ট) দুদকের প্রধান কার্যালয় থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটির সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার গণমাধ্যমকে জানিয়েছেন।

তিনি জানান, সাবেক পূর্তমন্ত্রী মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে খিলগাঁও মৌজায় রেলওয়ের ০.৩১২৫ একর জমি অবৈধভাবে নিজ নামে অবমুক্ত ও নামজারী, একই মৌজাভুক্ত বিভিন্ন দাগ খতিয়ানে আরও ১৫০ কাঠা জমি দুনীতির মাধ্যমে ক্রয় করার অভিযোগ রয়েছে। এছাড়াও খিলগাও পুনর্বাসন এলাকার পার্কের জায়গায় প্লট তৈরি করে নামে-বেনামে বরাদ্দ নিয়ে দুইশো কোটি টাকার সরকারি সম্পত্তি আত্মসাৎ করেছেন তিনি। একইসঙ্গে গুলশান-বনানীর ৫০/৬০ কাঠা জমি আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 

RELATED ARTICLES

Most Popular