Saturday, September 21, 2024
Homeরাজনীতিসরকারের কাছ থেকে নিরপেক্ষ নির্বাচন আদায় করতে মাঠে নামবে বিএনপি

সরকারের কাছ থেকে নিরপেক্ষ নির্বাচন আদায় করতে মাঠে নামবে বিএনপি

নবদূত রিপোর্ট:

সরকারের কাছ থেকে নিরপেক্ষ নির্বাচন আদায় করতে মাঠে নামার পরিকল্পনা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের রাজনৈতিক কর্মকৌশল ঠিক করার লক্ষ্যে নেতাদের মতামত গ্রহণ করতে ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাত সাড়ে ৮টায় শেষ হওয়া এ বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্য এবং ভাইস চেয়ারম্যান মিলিয়ে ৬২ জন উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বিএনপি নেতাদের সাথে কথা এমনটি জানা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য জানান, বৈঠক সবার মতামতের মধ্যে দুইটি বিষয় প্রাধান্য পেয়েছে। এরপর মধ্যে একটি হচ্ছে, দলকে শক্তিশালী করে যত দ্রুত সম্ভব মাঠে নামতে হবে। আরেকটি হচ্ছে, আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে অংশ নেওয়া মানেই হচ্ছে, জেনেশুনে জলে ডুব দেওয়া। ফলে সরকারের কাছ থেকে নিরপেক্ষ নির্বাচন আদায় করতে হলে বিএনপিকে মাঠে নেমেই আদায় করতে হবে। কোনো সংলাপ বা আলাপ-আলোচনা করে দাবি আদায় করা সম্ভব নয়।

একইসঙ্গে দলের অঙ্গ-সহযোগী সংগঠনকে শক্তিশালী করার বিষয়ে মতামত দিয়েছে নেতারা। তবে বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে দলের নেতাদের নিষেধ করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

RELATED ARTICLES

Most Popular