Thursday, September 19, 2024
Homeআন্তর্জাতিকনারীদের নিরাপত্তায় প্রতিটি থানায় নির্ভয়া স্কোয়াড

নারীদের নিরাপত্তায় প্রতিটি থানায় নির্ভয়া স্কোয়াড

আন্তর্জাতিক ডেস্কঃ

নারীদের নিরাপত্তায় প্রতিটি থানায় নির্ভয়া স্কোয়াড গঠন করতে যাচ্ছে মুম্বাই পুলিশ। ভারতে ধর্ষণের ঘটনা প্রতিনিয়তই বাড়ছে। বড় শহরগুলোর মধ্যে মুম্বাইয়ের অবস্থা বেশ করুণ। কোনো আন্দোলন বা প্রতিবাদেও কাজ হচ্ছে না।


কয়েক দিন আগেও  ভারতের মুম্বাইয়ের সাকিনাকা এলাকায় এক নারীকে ধর্ষণের পর রড দিয়ে নির্যাতন করে হত্যা করা হয়। ওই নারী নির্ভয়া হিসেবে পরিচিতি পান।
 
২০১২ সালেও একইভাবে ভারতের রাজধানী দিল্লিতে চলন্ত বাসে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও রড দিয়ে নির্যাতন করে হত্যা করা হয়। তিনিও সে সময় নির্ভয়া হিসেবে পরিচিতি পেয়েছিলেন। এ ঘটনা নিয়ে দেশজুড়ে শুরু হয় তোলপাড়।
 
দেশটিতে বৃদ্ধি পেতে থাকা ধর্ষণের ঘটনার জেরে মঙ্গলবার মুম্বাইয়ের পুলিশ কমিশনার এক বিজ্ঞপ্তিতে জানান, প্রতিটি থানায় একটি নির্ভয়া স্কোয়াড বা বিশেষ নারী নিরাপত্তা সেল গঠন করা হবে এবং যেসব এলাকায় নারীদের বিরুদ্ধে অপরাধের শঙ্কা বেশি সেখানে টহল জোরদার করা হবে।

থানায় নির্ভয়া স্কোয়াড গঠন এই বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন নারী অধিকার কর্মীরা।

RELATED ARTICLES

Most Popular