Saturday, December 28, 2024
Homeঅর্থনীতিসংসদে মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ জানান: অর্থমন্ত্রী

সংসদে মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ জানান: অর্থমন্ত্রী

নবদূত রিপোর্টঃ

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদ উত্থাপিত প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশের নাগরিকদের বর্তমানে মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ ২৪ হাজার ৮৯০ টাকা।

আজ বুধবার একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে চট্টগ্রাম-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।

আ হ ম মুস্তফা কামাল বলেন, বর্তমানে বৈদেশিক ঋণের স্থিতি ৪৯ হাজার ৪৫৮ মিলিয়ন মার্কিন ডলার। পরিসংখ্যান ব্যুরো থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী দেশে মোট জনসংখ্যা ১৬৯ দশমিক ৩১ মিলিয়ন।

এই হিসেবে মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ ২৯২ দশমিক ১১ মার্কিন ডলার। প্রতি ডলার ৮৫.২১ টাকা হিসেবে বাংলাদেশি টাকায় এর পরিমাণ দাঁড়ায় ২৪ হাজার ৮৯০ টাকা ৬৯ পয়সা। 

RELATED ARTICLES

Most Popular