নবদূত রিপোর্ট:
আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়ার দিকনির্দেশনা দিয়েছেন। বিষয়টি নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে।
দলটির কেন্দ্রীয় নেতারা বলছেন, আওয়ামী লীগ হয়ত আগাম নির্বাচন অনুষ্ঠানের পথে যাচ্ছে। বিষয়টিকে মাথায় রেখে বিএনপিকেও আগামী দিনের কর্মপরিকল্পনা ঠিক করতে হবে।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাতে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে নির্বাহী কমিটির বৈঠকে একাধিক নেতার বক্তব্যে বিষয়টি ওঠে আসে।
তারা বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার মধ্যে আগাম নির্বাচনের আভাস পাওয়া যাচ্ছে। বিএনপিসহ সবাইকে অপ্রস্তুত রেখে আওয়ামী লীগ আগাম নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করতে যাচ্ছে। তাই এই বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। ফলে আগাম নির্বাচনের বিষয়টিকে মাথায় রেখেই বিএনপিকে আগামী দিনের কর্মপরিকল্পনা ঠিক করতে হবে।