Thursday, December 26, 2024
Homeআন্তর্জাতিকশাস্তির আওতায় আনা হচ্ছে অপহরণে অভিযুক্তদের

শাস্তির আওতায় আনা হচ্ছে অপহরণে অভিযুক্তদের

আন্তর্জাতিক ডেস্কঃ

এক নারীসহ ৪ বাংলাদেশি এবং ১ জন মালয়েশিয়ান নাগরিক মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের দায়ে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড অথবা বেত্রাঘাতের মুখোমুখি হতে যাচ্ছেন।


৫ অপহরণকারী হলেন- বাংলাদেশি নাগরিক মোহাম্মদ রায়হান হোসেন, সোরাফ মিয়া, নুসরাত জাহান বিপাশা। এছাড়া মোহাম্মদ জসিম ও তার মালয়েশিয়ান স্ত্রী ফরিদাহ জিয়া স্লাই রামেস।

এদের বিরুদ্ধে অভিযোগ, তারা এক বাংলাদেশি নাগরিককে অপহরণ করেন এবং তাদের কাছ থেকে ৫০ হাজার রিঙ্গিত মুক্তিপণ দাবি করেন। 

শুক্রবার স্থানীয় সময় তাদেরকে কাজাং ম্যাজিস্ট্রেট আদালতে শুনানির জন্য হাজির করা হয়েছিল। 

আদালত সূত্রে জানা যায়, এই ৫ অপহরণকারী গত ২৭ আগস্ট রাত সাড়ে ৮ টার দিকে সেলাঙ্গর রাজ্যের কাজাংয়ের জালান দামাই মেওয়াহ- ওয়ান এ এর পাসার মিনি মার্কেটের সামনে থেকে বাংলাদেশি সোহেল রানা নামে এক যুবককে অপহরণ করে। পরে, স্থানীয় পুলিশ অভিযোগ পেয়ে কাজাং টেকনোলজি শহরের একটি বাড়ি থেকে অপহৃত সোহেল রানাকে উদ্ধার করে। 

RELATED ARTICLES

Most Popular