Wednesday, December 25, 2024
Homeসাহিত্যকবিতা- 'ওরা ছারপোকা'

কবিতা- ‘ওরা ছারপোকা’

বিলাল মাহিনী

বাসাবাড়ি ভরে গেছে ছারপোকায়
লেপ-তোশক বালিশ সোফা পালঙ্ক চৌকি
সর্বত্র কিলবিল করে ওরা
ওদের অত্যাচারে পাগলের মতো
কাটছে দিবানিশি

বসার জোঁ নেই
ছারপোকার দল বসতে বসতে দেয় না পড়ার টেবিলেও
কুটকুট করে চিমটি কেটে
পাছা লাল করে দেয় পোকার দল
যেনো ভোলা স্যারের বেত্রাঘাত সপাং সপাং

ভোলা স্যারের আঘাত তবু সহনীয়
জোঁকের মতো রক্ত চুষে খায় শুয়োরের দল
নিমিষেই পালিয়ে যায় ধরতে মারতে গেলেই
পতিতা পল্লীর যৌন শিল্পীর মতো খাটের চিপায়-চাপায় তোশকের ছেড়া অরণ্যে
হারায় হুট করে

শুধু বালিশ বিছানা নয়
ঐ ছারপোকার দল কুরেকুরে খায় আমার শিল্প গান-কবিতা মাটি
অপ্রতিরোধ্য রাজত্ব ওদের

দোয়া দুরুদে যাবে কি ওরা
পাপিষ্ঠ জানোয়ারের দল
কীটনাশক ছিটাও ওদের গায়ে
ঝেড়ে সব জঞ্জাল।

RELATED ARTICLES

Most Popular