Thursday, December 26, 2024
Homeআন্তর্জাতিকভিসা নবায়নের সুযোগ দিচ্ছে মালয়েশিয়ার ইমিগ্রেশন

ভিসা নবায়নের সুযোগ দিচ্ছে মালয়েশিয়ার ইমিগ্রেশন

আন্তর্জাতিক ডেস্কঃ

অভিবাসন বিভাগের মহাপরিচালক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছন অভিবাসী কর্মীদের মেয়াদোত্তীর্ণ ভিসা নবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন।

এর আগে করোনার কারণে কয়েক দফা লকডাউনে ছিল মালয়েশিয়া। ফলে প্রবাসীদের অনেকের মতো বাংলাদেশিরাও ভিসা ও ওয়ার্ক পারমিট নবায়ন করতে পারেনি।

মহাপরিচালক দাতুক সেরি খায়রুল দাযাইমি দাউদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, রি-হায়ারিং প্রকল্পে যাদের ভিসার মেয়াদ লকডাউনের সময় শেষ হয়ে গেছে তাদের ভিসা নবায়নের ব্যাপারে কাজ করছে ইমিগ্রেশন বিভাগ।

বিষয়টি স্বরাষ্ট্র ও মানবসম্পদ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে। অনুমোদন পেলেই সব অভিবাসীদের ভিসা নবায়ন করা হবে।

RELATED ARTICLES

Most Popular