Thursday, December 26, 2024
Homeআন্তর্জাতিক৮৩ জন স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ

৮৩ জন স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্কঃ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক নিযুক্ত একটি স্বাধীন তদন্ত প্রতিবেদনে জানানো হয় মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গোতে বেশ কিছু নারী বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মীদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেছেন। 

ইবোলার প্রাদুর্ভাব চলাকালীন বিভিন্ন সময়ে ওই নারীদের বিভিন্ন উপায়ে যৌন নির্যাতন করা হয় বলে উল্লেখ করা হয়েছে। এর আগে ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে প্রাদুর্ভাব চলছিল। এর মধ্যে ৯ জন নারী ধর্ষণের অভিযোগ করেছেন। 

এখন পর্যন্ত মোট ৮৩ জন স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজন তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীনে কাজ করতেন। এদের মধ্যে কঙ্গোর নাগরিক এবং বিদেশি নাগরিকরা রয়েছেন।

সম্প্রতি ৫০ জন স্থানীয় নারী তাদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ করেন। কয়েক ডজন নারীর সাক্ষাৎকার নেয়ার পর জানা যায়, কাজ পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে তাদেরকে অনৈতিক প্রস্তাব দিয়েছিলেন ওই স্বাস্থ্যকর্মীরা, প্রতিবেদনে সূত্রে এসব বিষয় জানা যায়।

RELATED ARTICLES

Most Popular