Saturday, September 21, 2024
Homeবাণিজ্যইভ্যালিকে সময় দিতে চান গ্রাহকরা

ইভ্যালিকে সময় দিতে চান গ্রাহকরা

নবদূত রিপোর্ট:

ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের মুক্তিসহ সাত দফা দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটির গ্রাহকরা। তাদের বিশ্বাস, ইভ্যালিকে সময় দিলে তাদের পণ্য ও টাকা ফেরত আসবে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানান তারা

তাদের অন্যান্য দাবিগুলো হলো- রাসেলকে নজরদারিতে রেখে ব্যবসায় করার সুযোগ দেওয়া; এসক্রো সিস্টেম চালু হওয়ার আগে অর্ডার করা পণ্য ডেলিভারি দিতে কমপক্ষে ছয় মাস সময় দিতে হবে; বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ইকাব, পেমেন্ট গেটওয়ে, মার্চেন্ট ও ভোক্তাদের প্রতিনিধিদের সমন্বয় কমিটি গঠন করতে হবে; করোনাকালীন সময়ে বিভিন্ন খাতের মতো ই-কমার্স প্ল্যাটফর্মগুলোকে প্রণোদনা দিতে হবে; ই-কমার্স প্ল্যাটফর্মগুলোকে বাংক গ্যারান্টিসহ বাণিজ্য মন্ত্রণালয় থেকে লাইসেন্স নিতে হবে। এছাড়াও ই-কমার্স দেশের সবচেয়ে সম্ভাবনাময় খাত, যেখানে হাজার হাজার উদ্যোক্তা সৃষ্টি এবং লাখ লাখ কর্মসংস্থান হচ্ছে। এই সেক্টরকে সরকারিভাবে সুরক্ষা দিতে হবে।

RELATED ARTICLES

Most Popular