আন্তর্জাতিক ডেস্কঃ
দক্ষিণ আফ্রিকার দেশটির কারা কর্তৃপক্ষের বরাতে জানা যায়, ইকুয়েডরে একটি কারাগারে ধ্বংসাত্মক দাঙ্গায় ২৪ জন নিহত ও অন্তত ৪২ জন আহত হয়েছেন।
এ ঘটনার পর রাজ্যটির গভর্নর পাবলো আরোসেমেনা আইন ব্যর্থ হওয়ার অভিযোগ করেছেন।
আঞ্চলিক পুলিশ কমান্ডার জেনারেল ফাউসতো বুউনানো বলেছেন, কারাবন্দিদের নির্মমভাবে হত্যা করা হয়েছে।
দেশটির প্রেসিডেন্ট গুইলারমো লাসো এক টুইট বার্তায় এই ধরনের ঘটনার যেন পুনরার্বৃত্তি না ঘটে সে জন্য তাগিদ দিয়েছেন।
মঙ্গলবার গুয়াইয়াস রাজ্যে গুয়াকুইল বন্দিদের গুলি করে ও হ্যান্ড গ্রেনেড বিস্ফোরণ করে হত্যা করা হয়।