Saturday, December 28, 2024
Homeজাতীয়দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় পিইওসি স্থাপন

দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় পিইওসি স্থাপন

নবদূত রিপোর্ট:

দক্ষিণ এশিয়া অঞ্চলে প্রথমবারের মতো বাংলাদেশে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় বেসরকারিখাতের অংশগ্রহণে প্রাইভেট সেক্টর ইমাজেন্সি অপারেশন সেন্টার (পিইওসি) স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) ডিসিসিআইতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং স্ট্রেংথেনিং আরবান পাবলিক-প্রাইভেট প্রোগ্রামিং ফর আর্থকোয়েক রেজিলিয়েন্স যৌথভাবে এ সেন্টার স্থাপন করেছে।

RELATED ARTICLES

Most Popular