Thursday, December 26, 2024
Homeধর্মযশোরের রূপ সনাতন ধামে মতবিনিময় সভা অনুষ্ঠিত

যশোরের রূপ সনাতন ধামে মতবিনিময় সভা অনুষ্ঠিত

যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নে অবস্থিত দক্ষিনাঞ্চলের অন্যতম প্রধান শ্রী শ্রী রূপ সনাতন স্মৃতি তীর্থে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর সোমবার দুপুরে শ্রী শ্রী রূপ সনাতন স্মৃতি তীর্থে এ মতিবিনময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তানজিলা আখতার, অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান, সুন্দলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশ রায় কপিল প্রমুখ।

বক্তারা বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্রে যারা লিপ্ত রয়েছে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। তাদেরকে পেলে আইনশৃঙ্খলা বাহিনীর নিকট সোপর্দ করতে হবে। যেকোন প্রয়োজনে উল্লেখিত নেতৃবৃন্দের সাথে দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করার আহবান জানানো হয়।

বিলাল মাহিনী
যশোর।

RELATED ARTICLES

Most Popular