Friday, December 27, 2024
Homeখেলাহার দিয়ে বিশ্বকাপের সুপার টুয়েলভ অভিযান শুরু হলো বাংলাদেশের

হার দিয়ে বিশ্বকাপের সুপার টুয়েলভ অভিযান শুরু হলো বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার:

হাতে যেন মাখন মেখে নেমেছিলেন লিটন দাস! পুরো শারজাহ স্টেডিয়াম স্তব্ধ। এক বার নয়, দুবার একই ভুল। ক্যাচ ফসকালোর সাথে ফস্কে গেলো ম্যাচটাও।

সঙ্গে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ভুল ক্যাপ্টেন্সি তো ছিলই। সব মিলিয়ে হার দিয়েই বিশ্বকাপের সুপার টুয়েলভ অভিযান শুরু হলো বাংলাদেশের।

১৭১ রানের বড় সংগ্রহ গড়েও ঠিক ম্যাচটা জমিয়ে তুলতে পারেনি বাংলাদেশ। বাংলাদেশের সংগ্রহটা ১৮.৫ ওভারে ৫ উইকেট হারিয়েই টপকে গেলো শ্রীলঙ্কা।

৫ উইকেটের জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হলো দাসুন সানাকাদের! অথচ রোববার দিনের আলোতে দু, একটা ভুল না হলে শারজার প্রবাসি বাংলাদেশিদের মুখে হাসি ফুটিয়েই ফিরতে পারতেন রিয়াদরা। ক্যাচ মিস, বাজে ক্যাপ্টেন্সি আর বেহিসেবি বোলিংয়ে হারল বাংলাদেশ।

RELATED ARTICLES

Most Popular