Friday, December 27, 2024
Homeরাজনীতিসাম্প্রদায়িক হামলা : বিচার বিভাগীয় তদন্তের দাবি নুরের

সাম্প্রদায়িক হামলা : বিচার বিভাগীয় তদন্তের দাবি নুরের

নবদূত রিপোর্ট:

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে চলমান সংঘাত সহিংসতায় জড়িতদের খুঁজে বের করতে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও ছাত্র-যুব-শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক নুরুল হক নুর।

রোববার (২৪ অক্টোবর) বিকেলে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান নূর। একইসঙ্গে হামলায় প্রকৃত রহস্য উন্মোচনে ৯ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ।

কমিটির সদস্যরা হলেন- ঝুনু রঞ্জন দাস, সাদ্দাম হোসেন, এডভোকেট শিরিন সুলতানা, প্রকৌশলী খোয়াই চিং মং চাক, মোঃ নিজাম উদ্দীন, আজহারুল ইসলাম, ফাতেমা তাসনিম, আরিফুল ইসলাম তায়েফ, প্রাপ্ত বড়ুয়া। উক্ত কমিটিকে দশ কার্যদিবসের মধ্যে যথাযথ তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান, সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, আবু হানিফ, শাকিলুজ্জামান, ছাত্র অধিকার পরিষদের বর্তমান সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিব, যুব অধিকার পরিষদের আহ্বায়ক আতাউল্লাহ, শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক আব্দুর রহমান প্রমুখ।

RELATED ARTICLES

Most Popular