Monday, December 23, 2024
Homeজাতীয়সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

নবদূত রিপোর্টঃ


সাংবাদিক ফোরামের আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতরা যে দলেরই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেসময় তিনি আরও জানান, সাম্প্রতিক ঘটনায় দায়ীদের শতভাগ শনাক্ত করা হয়েছে।

নয়াপল্টনে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ায় বিএনপি উসকানি দিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেছেন, বিশৃঙ্খলা সৃষ্টি করাই দলটির উদ্দেশ্য।

তিনি আরও বলেন, পূজামণ্ডপ ও মন্দিরে হামলা লুটপাটের ঘটনায় এর মধ্যেই ধরপাকড় শুরু হয়েছে। কুমিল্লার ঘটনায় অভিযুক্ত ইকবালকে গ্রেপ্তারের পর এখন চেষ্টা চলছে অন্যদেরও খুঁজে বের করার।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয় সাংবাদিক ফোরামের আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী তিনি এসব কথা জানানা।

RELATED ARTICLES

Most Popular