Monday, December 23, 2024
Homeখেলাযশোরের অভয়নগরে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

যশোরের অভয়নগরে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

যশোর অভয়নগর উপজেলায় খুলনা মোহামেডান ও যশোরের ইয়াংম্যাচ একাদশের খেলার মধ্য দিয়ে শুভ উদ্বোধন হয়েছে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের।

উপজেলার নাউলি গ্রামের হাইস্কুল সংলগ্ন সবুজ চত্বর মাঠে ২৯ অক্টোবর বিকালে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী ম‍্যাচে মুখোমুখি হয়েছে খুলনা মোহামেডান একাদশ ও নাউলি ইয়াংম‍্যাচ একাদশ। উক্ত খেলায় নাউলি ইয়াংম‍্যাচ একাদশ ২-১ গোলে খুলনা মোহামেডান একাদশকে পরাজিত করে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় ও বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন এর সদস্য নজীর আহম্মেদ মল্লিক, সাবেক ক্রীড়াবিদ এস এম সারাফাত হোসেন, সমাজ সেবক শেখ আবুল কাশেম, কিংবদন্তী রেফারি এস এম মুনসুর আজাদ, মোঃ শহিদুল ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম, শাহরিয়ার সম্রাট সহ স্থানীয় জনসাধারণ, সাংবাদিক, রাজনীতিবিদ ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত উদ্বোধনী অনুষ্ঠান ও খেলার সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক এম এম মুরাদুল ইসলাম।

বিলাল মাহিনী
যশোর

RELATED ARTICLES

Most Popular