Thursday, December 26, 2024
Homeখেলাপাকিস্তানের পর নিউজিল্যান্ডের কাছেও পাত্তা পেল না ভারত

পাকিস্তানের পর নিউজিল্যান্ডের কাছেও পাত্তা পেল না ভারত

স্পোর্টস ডেস্ক:

পাকিস্তানের সাথে লজ্জাজনক হারের পর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের সাথেও পাত্তা পায়নি বিরাট কোহলির দল ভারত। হেরেছে ৮ উইকেটের বড় ব্যবধানে।

এর ফলে বিশ্বকাপে টিকে থাকা নিয়েই টানাটানি লেগে গেছে ভারতের। চলে গেছে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে। সেমিফাইনালে যেতে হলে এখন শুধু নিজেদেরই জিতলে হবে না, অমঙ্গল কামনা করতে হবে অন্যদেরও।

গুরুত্বপূর্ণ ম্যাচে গুরুত্বপূর্ণ টসে হারল ভারত। দল করল তথৈবচ ব্যাটিং, কম পুঁজি নিয়ে বোলাররাও লড়তে পারলেন না ভারতের। যার ফল, দ্বিতীয় ম্যাচেও অসহায় আত্মসমর্পণ। নিউজিল্যান্ডের কাছে ভারত হারল ৮ উইকেটে।

১১১ রানের লক্ষ্যে খেলতে নেমে ড্যারিল মিচেল আর মার্টিন গাপটিল শুরু থেকেই চড়াও হলেন ভারতের ওপর। গাপটিলকে তাও অল্পেতে থামাতে পেরেছিল কোহলির দল, কিন্তু মিচেলকে আর রুখতে পারেনি। পারল যখন, তখন বেশ দেরি হয়ে গেছে। ৩৫ বলে ফিফটির এক রান দূরে থেকে যখন যশপ্রীত বুমরাহও বলে ফিরলেন তিনি, তখন দলের স্কোরবোর্ডে উঠে গেছে ৯৬ রান, ওভার শেষ হয়েছে মোটে ১৩টি। এরপর আর নাটুকে কিছু করতে পারেনি ভারত। যার ফলে ম্যাচটা শেষ করেছে টানা দ্বিতীয় হার দিয়ে। 

RELATED ARTICLES

Most Popular