Monday, December 23, 2024
Homeরাজনীতিবিএনপির অস্তিত্ব টিকে থাকবে কি না, সন্দেহ প্রধানমন্ত্রীর

বিএনপির অস্তিত্ব টিকে থাকবে কি না, সন্দেহ প্রধানমন্ত্রীর

নবদূত রিপোর্ট:

অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বিএনপির শীর্ষ নেতৃত্বের সাজা হয়েছে। এ অবস্থায় রাজনৈতিক দল হিসেবে ভবিষ্যতে বিএনপির অস্তিত্ব টিকে থাকবে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৮ নভেম্বর) যুক্তরাজ্যের কুইন এলিজাবেথ সেন্টারে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনায় ভাষণদানকালে প্রধানমন্ত্রী এ প্রশ্ন তোলেন। লন্ডনে তার বাসস্থান থেকে ভার্চুয়ালি এ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন শেখ হাসিনা।

তিনি বলেছেন, অস্ত্র চোরাচালান, ২১ আগস্ট গ্রেনেড হামলা, এতিমদের অর্থ আত্মসাৎ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামির নেতৃত্বে একটি রাজনৈতিক দল টিকে থাকবে কীভাবে?

প্রধানমন্ত্রী বলেন, এ দলের শীর্ষ নেতৃত্ব অস্ত্র চোরাচালান ও দুর্নীতির পাশাপাশি হত্যা মামলায়ও সাজাপ্রাপ্ত হয়েছে। তিনি বলেন, কেবলমাত্র আমাদেরই (সরকার) না, খালেদা জিয়ার ছেলেদের করা এ দুর্নীতি আমেরিকার এফবিআই’র করা তদন্তে উঠে এসেছে।

তিনি আরও বলেন, আমরা (সরকার) বিদেশ থেকে তাদের পাচার করা কিছু অর্থ দেশে ফেরত আনতে সক্ষম হয়েছি।

সূত্র: বাসস

RELATED ARTICLES

Most Popular