Wednesday, December 25, 2024
Homeরাজনীতিদলের আদর্শকে বিসর্জন না দেওয়ার আহ্বান জানান: ওবায়দুল কাদের

দলের আদর্শকে বিসর্জন না দেওয়ার আহ্বান জানান: ওবায়দুল কাদের

নবদূত রিপোর্টঃ

দলের আদর্শকে বিসর্জন না দেওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, শেখ হাসিনার আদর্শকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সেসময় তিনি আরও জানান, যেকোনো পরিস্থিতিতে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এমন কোন কাজ করা যাবে না যাতে সরকারের উন্নয়ন ম্লান হয়ে যায়।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে ত্যাগী কর্মীদের নাম বাদ দিয়ে অপকর্মকারীদের নাম কেন্দ্রে পাঠালে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, যারা দলের প্রার্থীদের বিরুদ্ধে কাজ করছেন এবং বিদ্রোহী প্রার্থীদের উসকানি দিচ্ছেন তাদের তালিকা তৈরি হচ্ছে, সময় হলেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

Most Popular