Monday, December 23, 2024
Homeরাজনীতিবিদেশে পাঠিয়ে খালেদার জীবন রক্ষা করুন, সরকারকে ফখরুল

বিদেশে পাঠিয়ে খালেদার জীবন রক্ষা করুন, সরকারকে ফখরুল

নবদূত রিপোর্ট:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো না জানিয়ে অবিলম্বে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বিএনপি আয়োজিত মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, আজকে তিনি সেই অবস্থায় এসে পৌঁছেছে। খালেদা জিয়া জীবন-মৃত্যুর সঙ্গে সংগ্রাম করছেন।

ফখরুল বলেন, আমাদের এভার কেয়ার হাসপাতালে চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করছেন তাকে সুস্থ করে তোলার। সুস্থ করে ঘরে পাঠিয়েছিলেন, আবার তিনি আক্রান্ত হয়েছেন বিভিন্ন রকম অসুখে। একটা অসুখ তার এমন পর্যায়ে পৌঁছেছে যে বাইরে চিকিৎসা করতে পাঠানো জরুরি। ডাক্তাররাই বলছেন, তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠালে তিনি সুস্থ হবেন।

RELATED ARTICLES

Most Popular