Monday, December 23, 2024
Homeআবহাওয়াশীত যখন আসবে তখন অনেক তীব্র হয়েই আসবে: আবহাওয়া অধিদপ্তর

শীত যখন আসবে তখন অনেক তীব্র হয়েই আসবে: আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া ডেস্কঃ

দেশের উত্তরে শীত অনুভূত হলেও রাজধানীতে তার ছিটেফোটাও নেই। ঘাসের উপর শিশির বিন্দু আর ভোরের দিকে হালকা বাতাস থাকলেও বেলা বাড়ার সাথে সূর্য তেজ ছড়ায়।

উত্তরাঞ্চলে এখনই জেঁকে বসলেও রাজধানীতে শীতের দেখা মিলবে ডিসেম্বরে। তবে সন্ধ্যার পর থেকেই শীতল বাতাসের পরশ পাচ্ছেন নগরবাসী।

তাই নগরবাসীর কাছে শীত কাঙ্ক্ষিত হলেও তা বহু দূরের। তবে শীত যখন আসবে তখন অনেক তীব্র হয়েই আসবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। 

আবহাওয়া অফিস জানায়, সমুদ্রে কয়েকটি নিম্নচাপের কারণে শীত কম অনুভূত হচ্ছে। উত্তরবঙ্গের তেতুলিয়াতে তাপমাত্রা ১৩ ডিগ্রিতে নামলেও রাজধানীতে শীতের দেখা মিলবে ডিসেম্বরে। তবে নভেম্বরের শেষ সপ্তাহে এসে ১৮ ডিগ্রি থেকে তাপমাত্রা আরেকটু নিচে নামবে।

RELATED ARTICLES

Most Popular