Friday, December 27, 2024
Homeরাজনীতিখালেদা জিয়াকে বিদেশে নেওয়ার অনুমতি দিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বারকলিপি

খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার অনুমতি দিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বারকলিপি

নবদূত রিপোর্ট:

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বারকলিপি দিয়েছে ২০ দলীয় জোটের নেতারা

রোববার (২১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করে একটি স্মারকলিপি দেন তারা

স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া স্মারকলিপিতে বলা হয়েছে, বিএনপি চেয়ারপারসন, ২০ দলীয় জোটের নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। আপনারাও এটি জানেন, দেশের জনগণ ও বিশ্ববাসীও জানে। রাজনৈতিকভাবে হোক ও অরাজনৈতিকভাবে হোক, সরকার তার প্রতি সহানুভূতি দিয়েছে। এটি সত্য। এজন্য আমরা কৃতজ্ঞ।

নেতারা বলেন, আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট আবেদন করছি, বেগম জিয়ার সু-চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর অনুমতি প্রদান দিন এবং ব্যবস্থা নিন। আপনাদের সদয় সিদ্ধান্ত জাতির রাজনৈতিক ইতিহাসে সৌজন্য ও মহানুভবতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবিত থাকলে তিনিও এমন মহানুভবতা দেখাতেন।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কারী আবু তাহের।

RELATED ARTICLES

Most Popular