আন্তর্জাতিক ডেস্কঃ
৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকার আওতায় আনতে যাচ্ছে কানাডা সরকার। এ জন্য অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, শিশুদের টিকা দিতে কোনো বাধা নেই। এই কাজে যেন টিকার সংকট না হয় সে বিষয়টি তারা নিশ্চিত করছেন।
দেশটিতে ব্যাপক টিকা কার্যক্রম পরিচালিত হলেও এখনো দৈনিক শনাক্ত ৩ হাজারের কাছাকাছি। এদিকে ১৮ বছরের বেশি বয়সীদের জন্য ফাইজার ও মর্ডানার কোভিড টিকার বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।
সরবরাহ বাড়াতে নতুন করে প্রায় ২৯ লাখ ডোজ টিকা আনা হচ্ছে, যা আগামী সপ্তাহে কানাডায় পৌঁছাবে। কিছুদিনের মধ্যে, কানাডার প্রতিটি শিশু অন্তত এক ডোজ হলেও টিকা পাবে।