নবদূত রিপোর্ট:
আগামীকাল ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার, আল-বদর, আল-শামস মিলিতভাবে পরিকল্পনা করে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুইদিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ করে। এর মাধ্যমে স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
সেই শোকের দিন স্মরণে প্রতি বছরের ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে আসছে বাঙালি জাতি। এই দিনে স্মৃতিসৌধের রক্তে রাঙা লাল বেদিতে ফুল দিয়ে সূর্যসন্তানদের সম্মান জানানো হয়।
সারাবছর অনেকটা অবহেলায় পড়ে থাকলেও ১৪ ডিসেম্বরের আগে সাজানো-গোছানো হয় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। আগামীকাল ১৪ ডিসেম্বর ঘিরে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ একেবারে শেষ পর্যায়ে। এখন চলছে যাবতীয় সাজগোজ।
এছাড়া মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবীদের স্মরণে রং বেরঙের নানা ব্যানার ও প্ল্যাকার্ড দিয়ে সাজানো হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হবে।