Thursday, December 26, 2024
Homeরাজনীতিনৌকার পক্ষে থাকার ঘোষণা শামীম ওসমানের

নৌকার পক্ষে থাকার ঘোষণা শামীম ওসমানের

নবদূত রিপোর্ট:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে থাকার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। সোমবার (১০ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে শামীম ওসমান বলেন, বিভিন্ন মিডিয়ায় বিভিন্নভাবে আমার অবস্থান নিয়ে প্রচার করা হচ্ছে। বিষয়টি পরিষ্কার করতে সংবাদ সম্মেলনে এসেছি।

তিনি বলেন, আমি নৌকার বিরুদ্ধে নই, নৌকা প্রতীক আমাদের রক্ত দিয়ে কেনা প্রতীক। নির্বাচন আসলেই একটা সমস্যা হয়ে যায়। এখন আমার অবস্থা ‘গরিবের বউ যেন সবার ভাবি’। এও বলে আমি ওনার, উনিও বলে আমি ওনার। দুজনে দুজনকে দিয়ে দিতে চায়।

নারায়ণগঞ্জ নৌকার ঘাঁটি, শেখ হাসিনার ঘাঁটি মন্তব্য করে শামীম ওসমান বলেন, ‘এখানে অন্য কোনো খেলা খেলার চেষ্টা করবেন না। কে প্রার্থী, হু কেয়ারস? প্রার্থী আম গাছ হোক আর কলাগাছ হোক, সব সময় নৌকার প্রতি সাপোর্ট।

RELATED ARTICLES

Most Popular