Saturday, September 21, 2024
Homeরাজনীতিনির্বাচনে জামায়াত প্রার্থীর কাছে হারলেন সেতুমন্ত্রীর ভাগনে

নির্বাচনে জামায়াত প্রার্থীর কাছে হারলেন সেতুমন্ত্রীর ভাগনে

নবদূত রিপোর্ট:

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগনে মাহবুবুর রশীদ মঞ্জুকে হারিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থী মোহাম্মদ হানিফ।

সোমবার (০৭ ফেব্রুয়ারি) রাতে কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, উপজেলার ২ নং চরপার্বতী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মোহাম্মদ হানিফ মোটরসাইকেল প্রতীকে ৫ হাজার ৪২০ ভোট পেয়ে প্রথম হয়েছেন। আর সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগনে মাহবুবুর রশীদ মঞ্জু ৩ হাজার ৮৪৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেন, এই নির্বাচন ছিল সাজানো। মন্ত্রীর ভাগনেকে জেতাতে বহিরাগত সন্ত্রাসী আনা হয়েছে। তারা প্রকাশ্যে ভোট চুরি করেছে। শেষের দিকে ভোট কারচুপি করতে চেয়েছিল প্রশাসন। যদি ভাগনে ভোটে দ্বিতীয় হতো তাহলে কারচুপি করে তাকে বিজয়ী ঘোষণা করত। 

RELATED ARTICLES

Most Popular