Friday, December 27, 2024
Homeজাতীয়মাতৃভাষা দিবসে ৬ স্তরের নিরাপত্তা

মাতৃভাষা দিবসে ৬ স্তরের নিরাপত্তা

নবদূত রিপোর্ট:

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) শহীদ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের জন্য নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না। ইউনিফর্ম পুলিশ, পাশাপাশি সাদা পোশাকে পুলিশ, বোম্ব ডিজপোজাল ইউনিট, ডিবি, র‍্যাব ও সোয়াটের টিম থাকবে। এবার শহীদ দিবস উপলক্ষে ছয় স্তরের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা করা হয়েছে।

তিনি আরো বলেন, শহীদ দিবসে রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী পুষ্পার্ঘ্য অর্পণ করতে আসবেন কি না তা এখনো নিশ্চিত নয়। তবে তারা আসবেন সে সব বিষয় বিবেচনা করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া শহীদ মিনার কেন্দ্রিক চারদিকে যে রাস্তা রয়েছে তার প্রত্যেকটিতে পুলিশের চেকপোস্ট থাকবে। চেকপোস্টের বাইরের ও ভেতরের এলাকায় সিসিটিভি ক্যামেরা থাকবে

RELATED ARTICLES

Most Popular