নবদূত রিপোর্টঃ
দিনাজপুরের বিরামপুরে শনিবার ভোর বেলায় উপজেলার বিভিন্ন এলাকায় বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক, চোরাচালান, জুয়া ও অন্যান্য মামলার ১৪ টি গ্রেফতারী পরোয়ানামূলে ১৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা- ১) এন জি আর ৭৫২/২১ এর আসামি-মুন্না পাহান (৪০), পিতা- মংলা পাহান, সাং- চকপাড়া, ২) জি আর নং ৩৮৮/১৭ এর আসামী মোঃ মিলন (৪০), পিতা- মোজাফফর, সাং মুকুন্দপুর, ৩) জিআর নং ৩৬৪/২১ এর আসামী মোঃ ইসরাইল হোসেন (৪৮), পিতা- মৃত জালাল উদ্দিন, সাং মাহমুদপুর, ৪) এস টি নং ১৭/১৬ এর আসামী মোঃ ফেরদৌস (৩৫), পিতা- আব্দুল কাফি, ৫) মোঃ গোলাম মিয়া (৫০), পিতা- মৃত মজিদ মিয়া, উভয় সাং দাউদপুর মুন্নাপাড়া, ৬) জি আর নং ২৮০/১৮ এর আসামী মোঃ সেলিম রেজা (২৮), পিতা- মৃত হোসেন আলী, সাং- কৃষ্টচাদপুর, ৭) জি আর নং ২৩০/১৯ এর আসামী মোঃ ওমর ফারুক (২৫), পিতা- মোক্তারুল ইসলাম, সাং-পূর্বজগন্নাথপুর (শালবাগান), ৮) এস টি নং ৩৮/১৯ এর আসামী মোছা মর্জিনা বিবি (৪০), স্বামী- মোঃ আবু সাইদ, সাং উত্তর কাটলা, ৯) সি আর নং ২৮৩/২১ এর আসামী মোঃ বাবুল মিয়া (৫০), ১০) মোঃ এতিম (৪০), উভয় পিতা- মৃত মহির, সাং- দিওড়, ১১) সি আর নং ১২৫/১৮ এর আসামী মোঃ জেহের আলী (৬০), ১২) মোঃ সাহাদাত (৫৫), উভয় পিতা- মৃত আফাজ উদ্দিন, ১৩) মোঃ জুয়েল রানা (৩০) ও ১৪) মোঃ আলম হোসেন (৩৫), উভয় পিতা- মোঃ জেহের আলী, সর্ব সাং-কাটলা (মাদ্রাসাপাড়া), সর্ব থানা- বিরামপুর, জেলা- দিনাজপুর।
এসময় বিরামপুর থানার অফিসার্স ইনচার্জ ওসি সুমন কুমার মহন্ত জানান, গ্রেফতারকৃত আসামিদেরকে যথাযথ পুলিশ এস্কট পার্টির মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।