Thursday, December 26, 2024
Homeঅপরাধদিনাজপুরের বিরামপুর থানা পুলিশের অভিযানে ১৪ আসামি আটক

দিনাজপুরের বিরামপুর থানা পুলিশের অভিযানে ১৪ আসামি আটক

নবদূত রিপোর্টঃ

দিনাজপুরের বিরামপুরে শনিবার ভোর বেলায় উপজেলার বিভিন্ন এলাকায় বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক, চোরাচালান, জুয়া ও অন্যান্য মামলার ১৪ টি গ্রেফতারী পরোয়ানামূলে ১৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা- ১) এন জি আর ৭৫২/২১ এর আসামি-মুন্না পাহান (৪০), পিতা- মংলা পাহান, সাং- চকপাড়া, ২) জি আর নং ৩৮৮/১৭ এর আসামী মোঃ মিলন (৪০), পিতা- মোজাফফর, সাং মুকুন্দপুর, ৩) জিআর নং ৩৬৪/২১ এর আসামী মোঃ ইসরাইল হোসেন (৪৮), পিতা- মৃত জালাল উদ্দিন, সাং মাহমুদপুর, ৪) এস টি নং ১৭/১৬ এর আসামী মোঃ ফেরদৌস (৩৫), পিতা- আব্দুল কাফি, ৫) মোঃ গোলাম মিয়া (৫০), পিতা- মৃত মজিদ মিয়া, উভয় সাং দাউদপুর মুন্নাপাড়া, ৬) জি আর নং ২৮০/১৮ এর আসামী মোঃ সেলিম রেজা (২৮), পিতা- মৃত হোসেন আলী, সাং- কৃষ্টচাদপুর, ৭) জি আর নং ২৩০/১৯ এর আসামী মোঃ ওমর ফারুক (২৫), পিতা- মোক্তারুল ইসলাম, সাং-পূর্বজগন্নাথপুর (শালবাগান), ৮) এস টি নং ৩৮/১৯ এর আসামী মোছা মর্জিনা বিবি (৪০), স্বামী- মোঃ আবু সাইদ, সাং উত্তর কাটলা, ৯) সি আর নং ২৮৩/২১ এর আসামী মোঃ বাবুল মিয়া (৫০), ১০) মোঃ এতিম (৪০), উভয় পিতা- মৃত মহির, সাং- দিওড়, ১১) সি আর নং ১২৫/১৮ এর আসামী মোঃ জেহের আলী (৬০), ১২) মোঃ সাহাদাত (৫৫), উভয় পিতা- মৃত আফাজ উদ্দিন, ১৩) মোঃ জুয়েল রানা (৩০) ও ১৪) মোঃ আলম হোসেন (৩৫), উভয় পিতা- মোঃ জেহের আলী, সর্ব সাং-কাটলা (মাদ্রাসাপাড়া), সর্ব থানা- বিরামপুর, জেলা- দিনাজপুর।

এসময় বিরামপুর থানার অফিসার্স ইনচার্জ ওসি সুমন কুমার মহন্ত জানান, গ্রেফতারকৃত আসামিদেরকে যথাযথ পুলিশ এস্কট পার্টির মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular