Monday, December 23, 2024
Homeজাতীয়করোনাভাইরাসের টিকা নিলেন রাষ্ট্রপতি

করোনাভাইরাসের টিকা নিলেন রাষ্ট্রপতি

করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা নিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার (১০ মার্চ) রাষ্ট্রপতি করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ (বুধবার) বিকেল ৫টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি টিকা নিয়েছেন।

এদিন রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানমও করোনার টিকা নিয়েছেন।

এর আগে গত ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১৪ ফেব্রুয়ারি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী করোনার টিকা নিয়েছেন।

গত ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে টিকা দিয়ে বাংলাদেশে টিকাদান কার্যক্রম শুরু হয়। এরপর ৭ ফেব্রুয়ারি শুরু হয় সারাদেশে গণটিকাদান।

RELATED ARTICLES

Most Popular