Friday, December 27, 2024
Homeরাজনীতিচট্টগ্রাম মহানগর শ্রমিক অধিকার পরিষদ এর পরিচিতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম মহানগর শ্রমিক অধিকার পরিষদ এর পরিচিতি সভা অনুষ্ঠিত

বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ, চট্টগ্রাম মহানগর শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা শুক্রবার বিকেলে নগরীর স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

মহানগর শ্রমিক অধিকার পরিষদ এর যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান বাবু’র সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল মজিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রহমান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক অধিকার পরিষদ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ, সমাজ কল্যাণ সম্পাদক জাহিদ হাসান। গণ অধিকার পরিষদ এর কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মামুন হোসেন, যুব অধিকার পরিষদ এর কেন্দ্রীয় নেতা আরিফুল হক তায়েফসহ শ্রমিক অধিকার পরিষদ এর বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহমান বলেন, শ্রমজীবী মানুষের সকল মৌলিক চাহিদা নিশ্চিতকরণে অঙ্গীকারবদ্ধ একটি কল্যাণ রাষ্ট্র চাই।

RELATED ARTICLES

Most Popular