Saturday, September 21, 2024
Homeআন্তর্জাতিককাবুলে মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ১০

কাবুলে মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি সুন্নি মসজিদে শক্তিশালী বোমা বিস্ফোরণে ১০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েক জন মানুষ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ মুখপাত্র বিসমিল্লাহ হাবিব রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

বিসমিল্লাহ হাবিব বলেন, শুক্রবার দুপুর ২টার দিকে খলিফা সাহিব মসজিদে এই হামলা ঘটেছে। কাবুলের পশ্চিমাংশে অবস্থিত এই মসজিদটি।

জুমার নামাজ শেষে জিকির চলছিল মসজিদটিতে, সে সময়েই ঘটে বিস্ফোরণ,’ রয়টার্সকে বলেন বিসমিল্লাহ হাবিব।

হামলার সময় মসজিদে উপস্থিত এক ব্যক্তির জানিয়েছেন, বিস্ফোরণের তেজে মসজিদের ছাদ ও দেওয়ালের কিছু অংশ উড়ে গেছে। তার নিজের হাত ও পা পুড়ে গেছে বলেও জানার ওই ব্যক্তি।

খলিফা সাহিব মসজিদটির নিকটবর্তী একটি ভবনের বাসিন্দা মোহাম্মদ সাবির জানান, বিস্ফোর বেশ মসজিদের ভেতর থেকে বেশ কয়েকজন আহম মানুষকে অ্যাম্বুলেন্সে তুলতে দেখেছেন তিনি।

খলিফা সাহিব মসজিদে হামলার দায় এখনও কোনো ব্যক্তি বা গোষ্ঠী স্বীকার করেনি, তবে আফগানিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের বিশ্বাস, আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আফগানিস্তান শাখা ইসলামিক স্টেট-খোরাসান (আইএস-কে) এই হামলার জন্য দায়ী।

RELATED ARTICLES

Most Popular