Sunday, September 22, 2024
Homeরাজনীতিজাদুঘর থেকে জিয়ার নাম সরানোর দাবিতে স্বেচ্ছাসেবক লীগের গণস্বাক্ষর

জাদুঘর থেকে জিয়ার নাম সরানোর দাবিতে স্বেচ্ছাসেবক লীগের গণস্বাক্ষর

নবদূত রিপোর্ট:

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত জিয়া স্মৃতি জাদুঘরের নাম পরিবর্তনের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ। মঙ্গলবার (১০ মে) বিকেলে চট্টগ্রামের শিশু পার্ক সংলগ্ন এলাকায় গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজয় মেলা পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ, বীর মুক্তিযোদ্ধা কাজি নুরুল আবছার, বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী, চট্টগ্রাম মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক শাহেদ মুরাদ সাকু, নগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আবুল হাসনাত মো. বেলাল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বিকৃত করতেই খালেদা জিয়া নিয়মবহির্ভূতভাবে মুক্তিযোদ্ধা ও জাতির পিতা হত্যার নেপথ্য নায়ক জিয়ার নামে জাদুঘরের নামকরণ করেন। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী সার্কিট হাউজকে টর্চার ক্যাম্প হিসেবে ব্যবহার করত। এটি সার্কিট হাউজ হিসেবে ব্যবহৃত হতো।

বক্তারা বলেন, সার্কিট হাউজে পাকিস্তানি বাহিনী দ্বারা হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন মুক্তিযোদ্ধারা। অত্যাচার করা হয়েছিল মা-বোনদের। সেই সার্কিট হাউজ কখনো একজন খুনির নামে হতে পারে না।

এসময় জিয়া স্মৃতি জাদুঘরের নাম পরিবর্তন করে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর রাখার দাবি জানান তারা।

RELATED ARTICLES

Most Popular