নবদূত রিপোর্ট:
শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থা নিয়ে ছয় বছর আগেই সতর্ক করা হয়েছিল বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া।
তিনি বলেন, আমি ছয় বছর আগে কিছু পরিসংখ্যান পড়ে তাদের সরকারকে নোট পাঠিয়েছিলাম। আমার একটা বন্ধু ওখানে ছিল, তারা আমার নোট নিয়ে হাসাহাসি করেছে তারা তখন বলেছে বাংলাদেশের অর্থনীতিবিদ শ্রীলঙ্কার শক্তি বোঝে না। এখানে কোনোদিন এটা হবে না।
চিকিৎসক যেমন ব্লাড টেস্ট এবং বিভিন্ন রকমের টেস্টের ফলাফল দেখে বলে দিতে পারে আপনার কী সমস্যা আছে, আমি ছয় বছর আগে তাদের বলেছিলাম আপনাদের এই পরিসংখ্যান আমার মোটেই ভালো লাগছে না, আমার মনে হচ্ছে একটা বিপদ আসবে।
বুধবার (১১ মে) এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।
ড. রেজা কিবরিয়া বলেন, শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট এখন রাজনৈতিক সংকটেও রূপ নিয়েছে। যেটি পরবর্তীতে সহিংসতায় রূপ নিয়েছে। মাত্রাতিরিক্ত বৈদেশিক ঋণ, দুর্নীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিপজ্জনক পর্যায়ে নেমে আসায় তাদের এই দুর্গতি। বাংলাদেশ বিপুল অঙ্কের ঋণ নিয়ে মেগাপ্রকল্প বাস্তবায়ন করেছে। প্রশ্ন উঠেছে বাংলাদেশের পরিস্থিতি শ্রীলঙ্কার মতো হবে কি না।