নবদূত রিপোর্টঃ
করোনা ভাইরাস পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার এবং বর্তমানে বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সরকারি কর্মকর্তাদের সব ধরনের ভ্রমণ, সেমিনার, ওয়ার্কশপ উপলক্ষ্যে বিদেশ ভ্রমণ বন্ধ থাকবে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পর এবার রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আজ সোমবার অর্থ মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।