ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র আকতার হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে লকডাউন ও রমজান মাস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার নিম্ন আয়ের ভাসমান মানুষের মাঝে ছাত্র অধিকার পরিষদ এর পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরণকালে আইনশৃংঙ্খলা বাহিনী পরিচয়ে তাকে তুলে নেওয়া হয় বলে জানা যায়।
গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মাহবুব আলম পরবর্তীতে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ছাত্র, যুব ও শ্রম অধিকার পরিষদের সমন্বয়ক নুরুল হক নবদূতকে বলেন, ক্যাম্পাসে যারা ফেরি করে বিভিন্ন পণ্য বিক্রি করেন, তাদের ত্রান দেওয়ার একটা কর্মসূচি ছিল মঙ্গলবার। ওই কর্মসূচিতে গিয়েছিলেন আকতার। সেখান থেকে একটি সাদা গাড়িতে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।
নুরুল হক আরও বলেন, বেশ কিছুদিন ধরে আকতার অসুস্থ। তিনি চিকিৎসাধীন ছিলেন।