Friday, November 15, 2024
Homeরাজনীতিবাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি বাম জোটের

বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি বাম জোটের

নবদূত রিপোর্ট:

সয়াবিন তেলসহ নিত্যপণ্যের দাম কমানো, বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ বাণিজ্যমন্ত্রীকে অপসারণ করা হোক। এ ছাড়া সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করাসহ গ্রাম-শহরে সর্বজনীন রেশনিংয়ের ব্যবস্থা করতে হবে।

বুধবার (১৮ মে) বাম গণতান্ত্রিক জোট বগুড়ার উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন বক্তারা।

সমাবেশে বক্তারা বলেন, মহামারি ও বিশ্ব অর্থনৈতিক সংকট মোকাবিলা সরকার ভিন্নভাবে করতে পারত ব্যবসায়ীদের লুটপাট বন্ধ করে গ্রাম-শহরে রেশনিং চালু করে বাজার নিয়ন্ত্রণ করে। কিন্তু দেখা গেল টিসিবিতে স্বল্পসংখ্যক মানুষকে অমানবিক পদ্ধতিতে কিছু পণ্য বিপণণের, কিন্তু তা এত অপ্রতুল যে ভুক্তভোগী সব নাগরিক এই সেবা পাচ্ছে না।

যেটুকু দেওয়া হতো, সেটুকুও ১ জুন পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। এতে বাণিজ্যমন্ত্রী সম্পূর্ণরূপে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। অবিলম্বে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির পদত্যাগ দাবি করে ও সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করার দাবি জানান তারা।

RELATED ARTICLES

Most Popular