Thursday, December 26, 2024
Homeরাজনীতিগণ-আন্দোলনের নামে বিএনপি দেশে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা করছে: ওবায়দুল কাদের

গণ-আন্দোলনের নামে বিএনপি দেশে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা করছে: ওবায়দুল কাদের

রাজনীতিঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সারা দেশে নাকি আন্দোলন ছড়িয়ে পড়েছে এবং সরকার পতন না হওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরবে না–বিএনপি মহাসচিবের এ বক্তব্যের মধ্য দিয়ে একটা অশুভ পরিস্থিতি তৈরি করার প্রাণান্তকর অপপ্রয়াস লক্ষ করছি বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গণ-আন্দোলনের নামে বিএনপি দেশে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।


তিনি বলেন, কথিত গণ-আন্দোলন সৃষ্টি করে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমানকে টেমস নদীর ওপার থেকে দেশে ফিরিয়ে এনে খোমেনি স্টাইলে বিপ্লব করার দুঃস্বপ্ন দেখছে বিএনপি।


আজ শনিবার সকালে তার বাসভবনে ব্রিফিংকালে বিএনপির মহাসচিবের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

RELATED ARTICLES

Most Popular