Wednesday, January 8, 2025
Homeরাজনীতিঢাবিতে আবারো ছাত্রদল কর্মীকে ছাত্রলীগের মারধর

ঢাবিতে আবারো ছাত্রদল কর্মীকে ছাত্রলীগের মারধর

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আবারও ছাত্রদলের এক কর্মীকে পিটিয়েছে ছাত্রলীগের একদল নেতাকর্মী। সোমবার (৩০ মে) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা কলেজের ১৯-২০ সেশনের ছাত্রদল কর্মী ইরফান শিকদারের ওপর এ হামলা করেন ঢাবির এফ রহমান হল ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলামের নেতাকর্মীরা। ঢাবির ছাত্রদলের এক নেতার সঙ্গে টিএসসিতে গেলে এ ঘটনাটি ঘটে। এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও ভাংচুর করা হয়।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ছাত্রদল কর্মী ইরফানকে মারধর করেন স্যার এ এফ রহমান হল ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলামের গ্রুপের ছাত্রলীগ কর্মীরা। এসময় এ রিয়াজুল ইসলাম এ ঘটনার নেতৃত্ব দিয়েছেন। মারধরে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের তানভীর হাসান শান্ত, একই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের কাওসার আহমেদ, ভাষা বিজ্ঞান বিভাগের তানভীর হাসান নাসিফ, বাংলা বিভাগের রাফি ও নৃবিজ্ঞান বিভাগের ওবায়দুর রহমান প্রমুখ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক আক্তার হোসেন বলেন, ঢাবির ছাত্রদলের এক নেতার সঙ্গে টিএসসিতে গেলে ওই কর্মী ছাত্রলীগের মারধরের শিকার হন। ছাত্রলীগের এফ রহমান হলের সভাপতির নেতৃত্বে এই হামলা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular