ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের নানা ধরনের সেবা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা।
শনিবার (৪ জুন) কলা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন ক্যাম্পাস ঘুরে দেখা যায়, ক্যাম্পাসের কলাভবন গেটে ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক, মাস্ক, কলম ও পানি সারবরাহ করেন তারা।
এছাড়া নেতাকর্মীরা ক্যাম্পাসে ঘুরে ঘুরে কোনো ভর্তিচ্ছু শিক্ষার্থী কোনো ধরনের বিপদে পড়তেছে কিনা সেটি পর্যবেক্ষণ করেন এবং তাদের সহযোগিতায় এগিয়ে আসেন।
হেল্প ডেস্কে থাকা ঢাবি শাখার সাহিত্য সম্পাদক জাহিদ আহসান বলেন, প্রথম দিন আমরা ক্যাম্পাসে ঘুরে ঘুরে সেবা দিয়েছি। আজ কলা ভবনের মূল গেটে ডেস্ক বসিয়ে সেবা দিচ্ছি। অনেক ভর্তিচ্ছু আমাদের থেকে সেবা নিয়েছেন।
ঢাবি ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আকরাম হোসেন বলেন, প্রতিবারের ন্যায় এবারও আমরা শিক্ষার্থীদের নানা ধরণের সেবা দিচ্ছি। এ ধারা অব্যাহত থাকবে।