Wednesday, January 29, 2025
Homeখেলাফায়ার সার্ভিসকে আরও আধুনিকায়ন করা নিয়ে প্রধানমন্ত্রীর নিকট অনুরোধ

ফায়ার সার্ভিসকে আরও আধুনিকায়ন করা নিয়ে প্রধানমন্ত্রীর নিকট অনুরোধ

খেলা ডেস্কঃ

ফায়ার সার্ভিসকে আরও আধুনিকায়ন করা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন ক্রিকেটার রুবেল হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, দয়া করে বাংলাদেশের ফায়ার সার্ভিসকে একটা ব্যাংক একাউন্ট খোলার নির্দেশ দিন। আমরা সারা দেশের মানুষ সেই ব্যাংক একাউন্টে টাকা জমা দেব, যে যা পারি তাই দেব। ১০, ১০০, ১০০০ কিংবা ১০০০০।’

সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় জীবন বাজি রেখে আগুন নেভাতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন ফায়ার সার্ভিসের ৯ সদস্য। এ ছাড়া আরও অন্তত ৩ কর্মী নিখোঁজ আছেন।

তিনি আরও বলেন, দেশের মানুষের টাকায় আগুন নেভানোর আধুনিক যন্ত্রপাতি কেনা হবে। নিজেদের টাকায় যেহেতু আমরা আমাদের স্বপ্নের ‘পদ্মা সেতু’ করতে পেরেছি, তাহলে আমরা আমাদের টাকায় উন্নত-আধুনিক যন্ত্রপাতিও কিনতে পারব। দয়া করে আপনি আমাদেরকে সেই সুযোগটা করে দিন।

RELATED ARTICLES

Most Popular