Saturday, January 25, 2025
Homeরাজনীতিদ্রব্যমূল্য হ্রাসের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি

দ্রব্যমূল্য হ্রাসের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি

রাজনীতি ডেস্কঃ

দ্রব্যমূল্য হ্রাসের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ করেন তারা।

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি মো. শহীদুজ্জামান শহীদ, জেলা কৃষক দলের সভাপতি মো. ইলিয়াস হোসেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম প্রমুখ।

আজ শনিবার গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

RELATED ARTICLES

Most Popular