Friday, December 27, 2024
Homeরাজনীতিবন্যা নয়, পদ্মা সেতুর উদ্বোধন নিয়েই বেশি ব্যস্ত সরকার

বন্যা নয়, পদ্মা সেতুর উদ্বোধন নিয়েই বেশি ব্যস্ত সরকার

দেশের বড় একটি অংশের মানুষ বন্যাকবলিত হয়ে চরম কষ্টে দিন পার করছে। এ অবস্থায় তাদের দুঃখ দুর্দশা লাগবে সরকার কোনো পদক্ষেপ না নিয়ে পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে বেশি ব্যস্ত বলে অভিযোগ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

মঙ্গলবার দলটির সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এক বিবৃতিতে এ অভিযোগ করেছেন।

দেশের বন্যা পরিস্থিতিতে শঙ্কা প্রকাশ করে দেওয়া বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, হঠাৎ সৃষ্ট বন্যা মোকাবিলার প্রস্তুতি বন্যা দুর্গত এলাকার জনগোষ্ঠীর ছিল না। মাত্রাতিরিক্ত বৃষ্টিপাত, ভৌগলিক অবস্থান এবং সরকারি ও বেসরকারি প্রস্তুতির ঘাটতি উপদ্রুত এলাকার জনগোষ্ঠীর জীবন বিপর্যস্ত করেছে।

তারা বলেন, সুনামগঞ্জ, সিলেট, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কোম্পানীগঞ্জসহ দেশের বিশাল অংশ এখন ভয়াবহ বন্যায় আক্রান্ত। আক্রান্ত অঞ্চলসমূহের মানুষ থাকা, খাওয়া, চিকিৎসা, নিরাপত্তা ব্যবস্থার চরম অনিশ্চয়তার মধ্যে দিনাতিপাত করছে। হাঁস, মুরগি, গরু, ছাগলের অসংখ্য খামারসহ পোষ্য প্রাণীও ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়েছে। আমরা লক্ষ্য করছি, দেশের এমন পরিস্থিতিতেও সরকার আক্রান্ত এলাকার জনগোষ্ঠীর দুঃখ কষ্টের বিষয়টিকে গুরুত্ব না দিয়ে পদ্মা সেতুর উদ্বোধন নিয়েই বেশি ব্যস্ত।

RELATED ARTICLES

Most Popular